• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

সীমান্ত থেকে ভারতীয় কাপড়সহ ৪৫ লাখ টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২৭
ছবি : আরটিভি

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, কসমেটিক্স, মদসহ অবৈধ মালামাল আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সদস্যরা। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার ৪৫০ টাকা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা, বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা ও তাহিরপুর উপজেলার লাউড়েরগর এলাকা থেকে এই মালামাল জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে।

জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার এলাকায় মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় সিঙ্গানিয়া ফ্যাব্রিকের থান কাপড়, কসমেটিক্স এবং মদ আটক করা হয়। যার মূল্য ৪০ লাখ ২৫ হাজার ৩০০ টাকা। এছাড়া বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চিনি ও সুপারি, কয়লা, জিরা, গরু ও কম্বল জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য ৫ লাখ ১০ হাজার ১৫০ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, বিভিন্ন উপজেলার সীমান্ত থেকে ৪৫ লাখ ৩৫ হাজার ৪৫০ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষ, বিজিবি মোতায়েন
বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা 
বিজিবির ৭২ সদস্য পাচ্ছেন সাহসিকতা ও বীরত্ব পদক