• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

চুলার আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল শিক্ষিকার 

আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:২০
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে রূপালী দে (৩০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রূপালী দে উপজেলার শিলক ইউনিয়নের দিঘিরপাড় এলাকার বাসিন্দা শিক্ষক অপূর্ব দের স্ত্রী এবং শিলক ফকিরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

নিহত শিক্ষিকার চাচাতো ভাই অভি দে বলেন, রূপালী দে গত ৯ ডিসেম্বর সকালে রান্না করার সময় অসাবধানতাবশত চুলার আগুন লেগে দগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং পরে ঢাকা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান।

নিহতের আত্মীয়স্বজনের বরাত দিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যুর সংবাদ জেনেছি। তবে কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২৩৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, ৬ কিলোমিটার যানজট
বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার
ফের চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ, এবার যেসব পণ্য থাকতে পারে