চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা, ২ আসামি রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্ববিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নাচোল আমলি আদালতের বিচারক ঈশিতা শবনম এ বিষয়ে আদেশ দেন।
এর আগে পুলিশ গ্রেপ্তারকৃত নাচোল উপজেলার মল্লিকপুরের বাহার আলী মন্ডলের ছেলে আজিজুল হক (৫২) ও এজাবুলের ছেলে তাসিমকে (৩২) আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার এসআই দেওয়ান আলমগীর জানান, নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে বুধবার রাতে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহার নামীয় দুজন আসামি আজিজুল হক ও তাসিমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের এজাবুল হকের ছেলে মাসুদ রানা (২২) ও একই ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে রায়হানকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়।
আরটিভি/এএএ
মন্তব্য করুন