• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

হাজার মাইল পাড়ি দিয়ে গাছে আটকা পড়েছে বিরল প্রজাতির শকুন

অর্পিতা জাহান

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯

৭ ফুট লম্বা, ১২ কেজি ওজনের এক বিরল অতিথি এসে ধরা দিল লোকালয়ে। বিশাল ডানা মেলে উড়তে চাইলেও যেন পারছিল না এই ক্লান্ত পথিক। পথ হারিয়ে, ক্লান্ত দেহে গাছের ডালে আটকে ধরা দিল অতিথি হিমালয়ী গৃধিনী শকুন।

ঘটনাটি রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরের। শকুনটি সম্ভবত দীর্ঘ পথ ভ্রমণের ক্লান্তিতে ওড়ার শক্তি হারিয়ে ফেলে। গাছে আটকে পড়া অবস্থায় স্থানীয়রা শকুনটিকে দেখতে পান। প্রথমে কিছু লোক সেটিকে ধরে ফেললেও কী করবে বুঝতে না পেরে দ্রুত রেসকিউ টিমকে খবর দেন।

রেসকিউ কর্মীরা ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করেন। ১৪ ডিসেম্বর সকালে এটিকে নিয়ে আসা হয় রংপুর কারমাইকেল কলেজ মাঠে। বিশালদেহী এই বিরল শকুনটিকে দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

রেসকিউ টিমের এই সম্পাদক জানান, শকুনটি কিছুটা অসুস্থ। প্রয়োজনীয় চিকিৎসা আর সঠিক পরিচর্যার মাধ্যমে এটি আবার ফিরে পাবে তার হারানো শক্তি। পাখিটিকে বাংলাদেশের একমাত্র শকুন পরিচর্যা কেন্দ্র, দিনাজপুরের সিংড়া ফরেস্ট রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে।

এই বিরল শকুন সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন, হিমালয়ী গৃধিনী শকুন পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলো থেকে শীতের সময় নিরাপদ আশ্রয় আর খাদ্যের খোঁজে বাংলাদেশে আসে। তবে পরিবেশ বিপর্যয় এবং খাদ্যের অভাবে এই প্রজাতি আজ বিলুপ্তির পথে।

রেসকিউ টিমের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বন্যপ্রাণী রক্ষায় এমন উদ্যোগ প্রকৃতি এবং পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ কোটি টাকা অনুদান জাপানের
টানা ৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংকের লেনদেন, জানা গেল কারণ
ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, অপরিবর্তিত বাংলাদেশ 
বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমোদন পেল হামজা