• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত

আরটিভি নিউজ

  ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বুয়েট ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মুনতাসির মাসুদ এবং আহতরা হলেন অমিত সাহা ও মেহেদী হাসান। তারা তিনজনই বুয়েটের কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিইসি) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।

নিহত মুনতাসিরের বন্ধু ফাইয়াজ বলেন, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। ৩০০ ফিট এলাকায় যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে। পরে আমরা খবর পেয়ে তাদের প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক মুনতাসির মাসুদকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বাকি দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু আহত হয়। পরে একজনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। বাকি দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, চালকসহ নিহত ২ 
আশুলিয়ায় বাসচাপায় নিহত ১
কাভার্ড ভ্যানচাপায় সাংবাদিকসহ নিহত ২
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬