• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার

আরটিভি নিউজ

  ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:২৭
ছবি: সংগৃহীত।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ রাউন্ড গুলিসহ একটি অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় পাথর উত্তোলনের সময় নদীর বাংলাদেশ অংশ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, ভারতীয় সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকায় শ্রমিকদের জালে গুলিসহ পুরাতন অস্ত্রটি উঠে আসে। খবর পেয়ে গোয়ালগছ ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা অস্ত্রটি গুলিসহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা একটি অস্ত্র ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছি। অস্ত্রটির লোহার অংশ অধিক পরিমাণে মরিচাযুক্ত হওয়ায় কোনো লেখা বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
ভারতীয় দুর্বৃত্তদের ওপর বিজিবির গুলি, পাচার হওয়া কিশোরী উদ্ধার
পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা