ধামরাইয়ে বাস ও অটোরিকশা সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুর্ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার এসআই আনজিল আহমেদ।
নিহত দুজন হলেন, ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং নিহত কাজী শাহীনের স্ত্রী রুবিনা আক্তার (৩৭)।
স্থানীয়রা জানান, ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এতে চালক ও দুই যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠান। হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক কাজী শাহীন ও তার স্ত্রী রুবিনা আক্তার মৃত ঘোষণা করেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক বলেন, ‘ভোরে দুর্ঘটনার ঘটনায় দুজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। একজন তখনই মৃত অবস্থায় পাই আমরা। আরেকজনকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করি। খবর পেয়েছি তিনিও মারা গেছেন।’
সাভার হাইওয়ে থানার ওসি সওগাত আলম বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটায় বাস-অটো সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বিধি মোতাবেক স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন