কালীগঞ্জে ট্রাক্টরচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন।
নিহতরা হলেন- মৌসুমি আক্তার (৩৪) ও ফিরোজ হোসেন (২৫)।
নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে করে কালীগঞ্জ শহরে যাচ্ছিলেন মৌসুমি আক্তার ও ফিরোজ হোসেন। পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিকনগর এলাকায় পৌঁছালে ইজিবাইকটিকে ধাক্কা দেয় আখ পরিবহনের ট্রাক্টর। ধাক্কায় ইজিবাইকের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে মৌসুমি আক্তার মারা যান।
এ সময় গুরুতর আহত ইজিবাইকচালক ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। হাসপাতালে পৌঁছানোর আগেই ফিরোজের মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা বলেন, ‘আমাদের এখানে আনার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়।’
এ বিষয়ে বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৌসুমি আক্তারের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইজিবাইক চালকের মরদেহ যশোর হাসপাতালে রয়েছে।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন