• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

যমুনা রেলসেতু উদ্বোধন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে: রেল সচিব

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ ডিসেম্বর ২০২৪, ২৩:১৭
যমুনা রেলসেতু উদ্বোধন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে: রেল সচিব
ছবি : আরটিভি

রেল সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, যমুনা রেলসেতু আগামী বছরের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে। সেতুটি উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন সৃষ্টি হবে। এ প্রকল্পের কাজ প্রায় শেষ। এখন ফিনিশিংয়ের কাজ চলমান রয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেলস্টেশনের ভবন ও প্ল্যাটফর্ম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

রেল সচিব বলেন, যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও রেলসেতু দিয়ে ট্রেন তার পূর্ণ গতিতে যেতে পারবে।

টাঙ্গাইল-গাজীপুর রেললাইনটি ডাবল লেন করার বিষয়ে রেল সচিব বলেন, রেলসেতুটি যেমন জাইকার সহায়তায় বাস্তবায়ন হয়েছে। ঠিক তেমনি আরও বেশ কিছু প্রকল্প জাইকার সহায়তায় করা হবে। সেই প্রকল্পগুলোর আওতায় জনগণের সুবিধার জন্য টাঙ্গাইল-গাজীপুর রেল সড়কটি ডাবল লেন করা হবে।

এ সময় রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন, যমুনা রেলসেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান, প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনার ওপর নির্মিত নতুন রেলসেতুর নাম পরিবর্তন হচ্ছে
বঙ্গবন্ধু রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
শ্রীপুরে ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে পড়ে নিহত ২
রেলসেতুতে ধাক্কা লেগে ডুবল কার্গো জাহাজ, নিখোঁজ ২