জাতীয় নাগরিক কমিটি থেকে উশ্যেপ্রু মারমাকে অব্যাহতি
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উশ্যেপ্রু মারমাকে খাগড়াছড়ির চিহ্নিত বর্ণচোরা, দুর্নীতিবাজ-ভূমি দখলকারী, প্রতারক এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর হিসেবে চিহ্নিত করার পর জাতীয় নাগরিক কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটি উশ্যেপ্রু মারমার সদস্যপদ বাতিল করে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে, গত ২৫ নভেম্বর উশ্যেপ্রু মারমাকে জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্যপদ প্রদান করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রের বরাতে আমরা লক্ষ্য করেছি যে, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমা বিগত ২০২৪ সালের ৭ই জানুয়ারির ‘ডামি নির্বাচন’- এ তৃণমূল বিএনপি’র হয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি (জাতীয় সংসদের ২৯৮ নং আসন) থেকে প্রার্থী হয়েছিলেন। আওয়ামী ফ্যাসিবাদের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অবৈধ জাতীয় নির্বাচন জাতির সাথে প্রহসনের এক নির্মম চিত্র। এমন নির্বাচনে প্রার্থিতা করা কেউ জাতীয় নাগরিক কমিটির কোনো পর্যায়েই সদস্য হিসেবে থাকতে পারেন না। তাই ২৫/১১/২০২৪ ইং তারিখের স্মারক নং জানাক/কে.ক.ব./২০২৪/০২ অধীনে ঘোষিত কেন্দ্রীয় সদস্য উশ্যেপ্রু মারমাকে সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ভবিষ্যতে জাতীয় নাগরিক কমিটি এ সংক্রান্ত ব্যাপারে অধিকতর সতর্কতা অবলম্বন করবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে একটি আঞ্চলিক সংগঠনের ব্যানারে উশ্যেপ্রু মারমা খাগড়াছড়ির গুইমারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন উশ্যপ্রু মারমা। সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত শেখ হাসিনার পাতানো নির্বাচনে খাগড়াছড়ি আসনে তৃণমূল বিএনপির প্রার্থীও ছিলেন তিনি। বিনিময়ে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। যদিও নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়। ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যপদ গ্রহণের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছিলেন উশ্যপ্রু মারমা।
আরটিভি/কেএইচ
মন্তব্য করুন