• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ভবন থেকে পড়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৪
চাঁদপুর মডেল থানা
ছবি: সংগৃহীত

চাঁদপুরে পাঁচতলা ভবন থেকে পড়ে মোস্তফা কামাল (৫৭) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে শহরের মমিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মোস্তফা কামাল শহরের জামতলা এলাকার ভুঁইয়া বাড়ির বাসিন্দা।

কামালের ভাতিজা ছোবহান ও ছেলে বোরহান উদ্দিন জানান, দুই সপ্তাহ ধরে নির্মাণশ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করতেন কামাল। ঘটনার পরপর তাকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, মুমূর্ষু অবস্থায় মোস্তফাকে হাসপাতালে আনা হয়। পরে তাকে কেবিনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

আরটিভি/এফএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদগঞ্জে বিএনপির জনসভা
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
মেঘনায় ১০টি বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৮
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ