এক কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাত থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত অর্ধশতাধিক মানুষকে কামড়ে আহত করেছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই চিকিৎসা নিয়েছেন ১৪ জন। তবে আহতের সংখ্যা আরও বেশি। কারণ, আহতদের অনেকেই স্থানীয় বিভিন্ন ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় আহতের সঠিক সংখ্যা সুনিশ্চিত করে জানা যায়নি।
বৃহস্পতিবার রাতে উপজেলার মাধখলা গ্রাম থেকে কুকুরে কামড়ানো লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। শুক্রবার সকালে পৌর সদরের ঢেকিয়া ও দ্বীপেশ্বর এলাকায় ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে মুসল্লিরাও কুকুরের আক্রমণের শিকার হন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো ১৪ জনের নাম নিশ্চিত করে জানান, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মনি (৮), তানভির (১৩), মাহিন (৩০), ফরিদ (৪২), মনজিলা (৩৫), রুমি (১০), সরলা (৫০), লুৎফা (৫০), করিমা (৬০), মুনজুর (২০), জেসমিন (৫০), শারমিন (২২), শামিম (৩৭) ও নোহা (৫)।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সুহান জানান, বেওয়ারিশ কুকুর নিধনে দ্রুতগতিতে ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন