• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩
ছবি: সংগৃহীত।

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর পাথরবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ।

শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে ব্রিজটি তুরাগ নদে পড়ে গেছে। ব্রিজটি ভেঙে পড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ময়মনসিংহগামী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

ওই লেনের যানবাহন কামারপাড়া রোড ব্যবহার করছে। তবে ঢাকাগামী যানবাহন এবং ফ্লাইওভারের ওপর দিয়ে দুই লেনে যানবাহন চলাচল করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইব্রাহিম খান জানান, টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিচ দিয়ে দুই লেনে দুইটি ব্রিজ ও একটি ফ্লাইওভার রয়েছে। নিচের দুইটি ব্রিজের মধ্যে ময়মনসিংহগামী বেইলি ব্রিজটি ট্রাকসহ তুরাগ নদের ওপর ভেঙে পড়েছে।

তিনি জানান, এই সড়কের ফ্লাইওভার ও কামারপাড়া সড়ক ব্যবহার করে যানবাহন ময়মনসিংহ দিকে যাচ্ছে। ঢাকাগামী সব ধরনের যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার ব্যবহার করছে।


আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু
কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
গাজীপুরে ঝুট গুদামের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
৪ ঘণ্টার ব্যবধানে ৪০ হাজার কেজি সবজি বিক্রি