• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১৩ 

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:১৯
ছবি : আরটিভি

সাভারের আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানার পুলিশ। এতে রবিউল নামের পুলিশের এক উপপরিদর্শকসহ চারজন আহত হয়েছে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গ্রেপ্তারকৃত আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার রাকিব ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় রাকিব চিৎকার করলে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে রাকিবকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এস আই রবিউলকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। সে সঙ্গে ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করেন। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ সদস্য ভর্তির বিষয়ে তিনি বলেন, ধাক্কাধাক্কির সময় একজন আহত হয়েছেন তিনি হাসপাতালে আছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের দায়ের কোপে মা নিহত
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৭৯ মামলা 
১৫ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে: আইজিপি 
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, ভিডিও নিয়ে যা জানা গেল