• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

নওগাঁয় সব ধরনের চালের দাম বেড়েছে

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৫
ছবি : আরটিভি

নওগাঁর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রকারভেদে খুচরা বাজারে সকল জাতের চালের দাম কেজি প্রতি ৩-১০ টাকা পর্যন্ত বেড়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে পৌর খুচরা ও পাইকারি চাল বাজার ঘুরে দেখা যায় চিকন জাতের কাটারি চাল ৭৮-৮০ টাকা কেজি, জিরাশাইল চাউল ৬৬-৭০ টাকা, মোটা জাতের স্বর্ণা-৫ চাউল ৫৬-৬০ টাকা কেজিতে বিক্রি করছেন বিক্রেতারা।

ব্যবসায়ীদরা বলছেন, মিল মালিকরা তাদের কাছে থেকে বস্তা প্রতি ৩০০-০৪০০ টাকা বেশি দাম রাখায় খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম বেড়েছে। কাটারি চিকন জাতের চাউল গত সপ্তাহে ৩৪০০-৩৫০০ টাকা বস্তা কিনলেও এ সপ্তাহে তা বেড়ে ৩৯০০-৪০০০ টাকায় তাদের কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারে তার প্রভাব পড়েছে। এ ছাড়াও প্রকারভেদে সকল ধরনের চালের দাম কেজি প্রতি ৩-৪ টাকা বেড়েছে বলে জানিয়েছেন তারা।

ভোক্তারা জানিয়েছেন, সপ্তাহে নানান অজুহাতে চালের দাম বেড়েই চলেছে। শুধু চাল নয়, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে বাজারে। মোটা জাতের চালের দাম বেশি। চিকন জাতের চালের দাম আরও বেড়েছে। ফলে তাদের দিনযাপনে নানান সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখছেন। সরকারি মনিটরিং জোরদার এবং ন্যায্যমূল্যে খেটে খাওয়া মানুষের মাঝে স্বল্পমূল্যে চাল বিক্রির ব্যবস্থা করার দাবি জানান ক্রেতারা।

মিলমালিকরা জানান, আমন ধানের উৎপাদন কম হওয়ায় বাজারে বেড়েছে ধানের দাম। এর প্রভাব পড়েছে চালের বাজারে। তবে বাজার মনিটরিং জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে চালের দাম বৃদ্ধিতে বিপাকে আছেন নিম্ন আয়ের মানুষ। তাদের দৈনিক চাল কিনে খেতে হওয়ায় দামের সঙ্গে মিল না থাকায় এক পণ্য নিতে অন্য পণ্য ক্রয়ের জন্য হিমশিম খেতে হচ্ছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত 
নওগাঁয় ৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি
নওগাঁয় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে
নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টির মতো ঝরছে শিশির