• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বিপাকে ২৫টি গ্রাম, ৭ কোটির ব্রিজ রেখে চম্পট ঠিকাদার!  

অর্পিতা জাহান

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৯

একটি ব্রিজ, যা পঁচিশ গ্রামের মানুষের জীবনের স্বপ্ন। তারা ভেবেছিলেন, এই ব্রিজটি দূর করবে তাদের যাতায়াতের কষ্ট, জীবনকে করবে আরও সহজ। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন আজও অপূর্ণ। নির্মাণের মাঝপথেই থেমে গেছে কাজ। অর্ধেক কাজ ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ যেন আরও বাড়ছে।

সিরাজগঞ্জের বাহিরগোলা বাজারের কাটাখালি নদীর ওপর নির্মাণাধীন একটি ব্রিজ। ২০২১ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় এই ব্রিজের নির্মাণকাজ শুরু হয়েছিল। ৭ কোটি ২৮ লাখ টাকার প্রকল্পটির কাজ শুরু করেছিল যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মইনউদ্দিন (বাশি) লিমিটেড। নির্দেশনা ছিল ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার। কিন্তু ২০২২ সালের মার্চেই প্রতিষ্ঠানটি অর্ধেক কাজ শেষ করে সরে যায়।

এর আগে পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের ২ কোটি ৬৮ লাখ টাকা বিল পরিশোধ করা হয়। বাকি ৪ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ ফেরত চলে যায় নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায়। এদিকে, ঠিকাদার প্রতিষ্ঠানটিকে ৪৬ লাখ টাকা জরিমানা দিতে হয়েছে।

স্থানীয়রা বলছেন, ব্রিজের কাজ থেমে থাকার কারণে তারা চরম দুর্ভোগে পড়ছেন। রেলওয়ের পুরনো ব্রিজটি এখন তাদের একমাত্র ভরসা, কিন্তু সেটিও ঝুঁকিপূর্ণ।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে অনুন্নয়ন রাজস্ব খাতে এই কাজের বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু কবে সেই বরাদ্দ আসবে, তা নিয়ে নিশ্চিত নন তারা।

২৫ গ্রামের মানুষ এখন তাকিয়ে আছেন দ্রুত এই ব্রিজ নির্মাণের দিকে। এই ব্রিজ কেবল একটি যোগাযোগ মাধ্যম নয়, বরং তাদের জীবনের প্রতিদিনের চাহিদার সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, আর কতদিন অপেক্ষা করতে হবে তাদের?

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিজের নিচ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার
তিন ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ডাক বিভাগে বড় নিয়োগ