• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

পাথরঘাটায় মাদকসহ কারবারি আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯
ছবি : আরটিভি

বরগুনার পাথরঘাটায় ২২৯ পিস ইয়াবাসহ শিপন দাস (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার ১নং ওয়ার্ড পাথরঘাটা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শিপন দাস পাথরঘাটা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত স্বপন দাসের ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পাথরঘাটা বাজারের একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকানের মালিক শিপন দাসকে তল্লাশি করে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তার কাছ থেকে মাদক, নগদ অর্থ ও মোবাইল উদ্ধার করে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, শিপন দাসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় হজ কাফেলা এজেন্সির বিরুদ্ধে ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮
এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডপ্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ