• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

সাম্প্রদায়িক সম্প্রীতির ছবক দিতে আসবেন না, ভারতকে জামায়াত আমির

আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪
ছবি: সংগৃহীত

ভারতের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আগে নিজেদের চেহারাটা আয়নায় দেখেন। আপনারা যাদের মাইনরিটি বলেন, তাদের সঙ্গে কী আচরণ করেন? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবক দিতে আসবেন না। যুগ যুগ ধরে এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশের মানুষ তা প্রমাণ করেছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এ দেশে মেজরিটি-মাইনরিটি বলে কিছু নেই। সবাই এ দেশের গর্বিত নাগরিক।

আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব। সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব। আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার্চে মতবিনিময় সভায় যা বললেন জামায়াত আমির
হাসান আরিফের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
নারীদের বোরকা পরতে বাধ্য করব না, উৎসাহিত করব: জামায়াত আমির
তাবলীগের দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের