• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮
ফাইল ছবি

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামীতে চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না। তারা যেন নতুন বাংলাদেশকে নিয়ে কোনো চক্রান্ত করতে না পারে, সে লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে ইমাম ও ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আলেম ও ইমামদের কথা মানুষ বেশি গুরুত্ব দেয়। তাই আপনারা মসজিদে-মসজিদে মানুষকে সচেতন করতে ভূমিকা রাখবেন। পাশাপাশি চাঁদাবাজ-দুর্নীতিবাজ ব্যক্তিদের মুখোশ উন্মোচনেও দায়িত্ব পালন করবেন।

এ সময় ইমামদের দাবিদাওয়া নিয়েও কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, আপনাদের ৫টা দাবি আমি শুনেছি। ধর্ম উপদেষ্টার কাছে আগামী দিন গিয়ে এগুলো উপস্থাপন করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় দেবিদ্বার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল আহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার প্রতিনিধি সিক্ত সিয়াম প্রমুখ বক্তৃতা রাখেন।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না: সারজিস আলম
নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
বাংলাদেশের মানুষ হাসিনা ও তার দোসরদের স্বপ্নপূরণ হতে দেবে না: হাসনাত