• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসে না: ডা. তাহের

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৪৭
ছবি: আরটিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ফ্যাসিজম বিদায় হয়ে গেছে। ইতিহাস বলে ফ্যাসিজম, ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসে না। এ দেশেও সেটা হবে না। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে ডা. তাহের বলেন, ২০২৫ সালের মধ্যে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে হবে। ৩ থেকে ৬ মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন জাতির প্রত্যাশা এবং জামায়াতের দাবি।

তিনি বলেন, নারীর অধিকার ও সংখ্যালঘুর বিষয়ে একটি মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাদের পরিবারের অনেক নারী সদস্য ব্যবসা করছে, চাকরি করছে। আমরা সংখ্যালঘুদের পাশে সবসময় কাজ করছি। আমরা কারো উপর কোনো কিছু চাপিয়ে দেব না। প্রত্যেকেই তার ইচ্ছা অনুযায়ী অধিকার নিয়ে নিয়ে বসবাস করতে পারবে। জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র চায়।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খাঁন, মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের অস্তিত্ব বাংলার জনগণ আর কখনো মেনে নিবে না: মুহাম্মদ শাহজাহান 
চার্চে মতবিনিময় সভায় যা বললেন জামায়াত আমির
ফ্যাসিবাদী ষড়যন্ত্র বিতারিত হয় নাই, ফরিদগঞ্জে বিএনপি নেতারা
বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াত নেতারা