• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ধলেশ্বরী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার 

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪
ধলেশ্বরী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার 
ছবি : আরটিভি

নিখোঁজের চারদিন পরে সাভারের ধলেশ্বরী নদী থেকে রৌদ্র ইসলাম (১৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ধলেশ্বরী নদীর পাড় থেকে ওই যুবকের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত রৌদ্র ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিষাখন্ডি গ্রামের হোসেন ইসলামের ছেলে।

তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার পানপাড়া মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্বজনরা জানান, চারদিন আগে বন্ধুদের সঙ্গে রৌদ্র ঘুরতে বের হয়েছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে আজ বিকেলে ধলেশ্বরী নদীতে রৌদ্রের মরদেহ ভেসে ওঠে বলে জানা যায়।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ট্যানারি ফাঁড়ি পুলিশ। তবে নৌপুলিশের আওতাধীন জায়গা হওয়ায় নৌপুলিশকে খবর দেওয়া হয়।

আমিন বাজার নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বলেন, নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করতে জানানো যাবে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো যাবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে দুই চলন্ত গাড়িতে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত-লক্ষাধিক টাকা লুট
স্বামীর ঋণের দায়ে ২ শিশুসহ স্ত্রী গ্রেপ্তার
সাভারে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
‘চিকিৎসকের’ বিরুদ্ধে ঘুমের ইনজেকশন দিয়ে ধর্ষণের অভিযোগ