আখাউড়ায় বিএনপির পৌর কৃষক দলের নতুন কমিটির আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের আখাউড়া পৌরসভার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলের দিকে পৌরসভার মুক্ত মঞ্চ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়েছে।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুব দলের সদস্য অ্যাডভোকেট নুরুজ্জামান। নবগঠিত পৌর কৃষক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ওসমান মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিকু খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল খলিফা, উপজেলা বিএনপির সাবেক সহসমাজকল্যাণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সাইমন প্রমুখ।
সভা সঞ্চালনা করেন কৃষক দলের সদস্য সচিব রিপন মিয়াজি।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহম্মেদ ভূঁইয়াকে নতুন কমিটি উপহার দেওয়ায় শুভেচ্ছা জানান মিছিলে অংশগ্রহণকারীরা। এ ছাড়াও দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী এবং কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরটিভি/এমকে
মন্তব্য করুন