• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:১৯
তিন আসামি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রাইভেটকারের চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিনজনকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (২২ ডিসেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী নূর মোহসীন।

সড়ক পরিবহন আইনের মামলায় আসামিদের ৫ দিনের রিমান্ড পেতে গত শুক্রবার বিকেলে আদালতে আবেদন করে পুলিশ। আর রোববার আসামিদের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ পরিদর্শক কাইউম খান জানান, বিচারক শুনানি নিয়ে আসামিদের জামিন আবেদন নাকচ করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)।

গত ১৯ ডিসেম্বর গভীররাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে প্রাইভেটকার চাপায় রূপগঞ্জ পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা।

ঘটনার সময় সাবেক এক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে মামুনের পাশাপাশি তার বন্ধু মিরাজুল ও আসিফকে গ্রেপ্তার করা হয়। পরদিন ডোপ টেস্টে মামুন ও মিরাজুলের ফল ‘পজিটিভ’ আসে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন রূপগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান। এজাহারে বলা হয়, ঘটনার পর প্রাইভেটকার তল্লাশি করে একটি বিদেশি মদের খালি বোতল এবং এক ক্যান বিয়ার পাওয়া যায়।

এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সড়ক পরিবহন আইনে তিনজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেন নিহত শিক্ষার্থী মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়া। এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন বুয়েট ছাত্র মুহতাসিম মাসুদ। পরে তার দুই বন্ধুসহ ৩০০ ফুট সড়কে বেড়াতে যান।

সেখানে নীলা মার্কেটে রাতের খাবার খান তারা। পরে ভোররাত আনুমানিক ৩টার দিকে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। ওই সময় বেপরোয়া গতির একটি গাড়ি চেকপোস্ট অতিক্রম করে বুয়েট ছাত্রদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মুহতাসিম মাসুদ। এ ঘটনায় আহত হন বাকি দুজন।

পরে মেহেদীকে স্কয়ার হাসপাতালে ও অমিত সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরটিভি/এফএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
সহপাঠী নিহতের ঘটনায় সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: মদ্যপ অবস্থায় ছিলেন গ্রেপ্তার তিনজন