• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে নির্বাচনে আসতে দেবে না জনগণ: আখতার

আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:১৬
ছবি : সংগৃহীত

গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত জনগণ আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (২২ ডিসেম্বর) দু‌পুরে রংপুর নগরীর সাত মাথায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। তবে জুলাই-আগস্টের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রজনতা ও আপামর মানুষ তাদের কোনোভাবেই নির্বাচনে আসতে দেবে না। আওয়ামী লীগ নির্বাচনে এলে ছাত্র-জনতা আবারও রক্ত ঝরাতে প্রস্তুত আছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করতেই তরুণরা রাজনৈতিক দল গঠন করবে। তবে এখনেও সেই রাজনৈতিক দলের কোনো নাম ঠিক করা হয়নি।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। সরকারকে আমরা বারবার আহ্বান জানিয়েছি আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তাদের নৈতিক শক্তিতে ফেরত যেতে পারেনি।

আখতার হোসেন বলেন, দেশের বিভিন্ন জায়গায় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনাগুলো বেড়ে গেছে। সরকারের কাছে আমাদের আহ্বান প্রয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষিত তরুণদের পুলিশে অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনুন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, কিছুদিন আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার কিছুটা সফলতা দেখালেও এখন পর্যন্ত তা রয়েই গেছে। দেশের মানুষের কথা বিবেচনা করে সরকারকে ব্যবসায়ীদের পর্যাপ্ত পরিমাণ এলসি দিতে হবে। যাতে মানুষকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য কষ্ট করতে না হয়।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আ.লীগ লুটপাট করে দেশের সবকিছু ফাঁকা করে দিয়ে গেছে’
স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়: প্রেস সচিব
নির্বাচনে কোন দল অংশ নেবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে: বদিউল আলম
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিলো বিএনপির সঙ্গীরা