• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

এক বোয়ালের দাম ৪৫ হাজার টাকা

আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৩১
এক বোয়ালের দাম ৪৫ হাজার টাকা
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি কেজিপ্রতি ২ হাজার ৪৫০ টাকা দরে মোট ৪২ হাজার ১৪০ টাকায় কিনে নিয়েছেন এক মাছ ব্যবসায়ী।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে আফছার মোল্লার জালে ধরা পড়ে মাছটি।

জানা যায়, আফছারের কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা। ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৭২০ টাকা মাছটি বিক্রির আশা করছেন ওই ব্যবসায়ী।

জেলে আফছার মোল্লা বলেন, দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় সঙ্গীদের নিয়ে জাল ফেলি। দুপুর ২টার দিকে আমার জালে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। আমি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তে নিয়ে যাই। ওই আড়তের মালিক সোহেল মোল্লা মাছটি প্রতি কেজি দুই হাজার ৪৫০ টাকা দরে মোট ৪২ হাজার ১৪০ টাকায় কিনে নেন।

সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা বলেন, ‘আফছার মোল্লার কাছ থেকে মাছটি কিনে আমার আড়তে রেখেছি। দুই হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৭২০ টাকা মাছটি বিক্রির আশা করছি।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে রাজবাড়ীর ডিসি
৩৭ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ আটক ১ 
রাজবাড়ীতে বাসচাপায় প্রাণ গেল পথচারীর
রাজবাড়ীতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা