• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩
ছবি: প্রতিনিধি

বাসচাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলায় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগের পড়েন দূরপাল্লার বাসযাত্রীরা।

শিক্ষার্থীরা বাস চালক ও হেলপারের গ্রেপ্তারসহ সড়ক শৃঙ্খলায় ছয় দফা দাবি জানান।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। এছাড়া পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন। অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন সংশ্লিষ্টরা।

এর আগে, গত শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কে পাকিজা এলাকায় ঠিকানা পরিবহনের বাসের চাপায় প্রত্যয় সরকারের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই আন্দোলনের নামে শিক্ষার্থীরা।

নিহত প্রত্যয় সরকার সাভার সিআরপি নাসিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে ৩৩ জন শিক্ষার্থীকে শাস্তি, জানা গেল নাম পরিচয় 
প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা বই কবে পাবে, জানালেন এনসিটিবি চেয়ারম্যান
গবিসাসের নেতৃত্বে সানজিদা-ইভা
পটিয়ায় পিকনিকের বাসের ধাক্কায় নিহত ২