• ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
logo

গরু ধরে নিলে গেল বিজিবি, প্রতিবাদে বিক্ষোভ

আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬
গরু ধরে নিলে গেল বিজিবি, প্রতিবাদে বিক্ষোভ
ছবি : আরটিভি

কক্সবাজারের টেকনাফে যাচাই-বাছাই না করে স্থানীয়দের ৪টি গরু বিজিবি ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সমাবেশের পর প্রায় ৩ ঘন্টা প্রধান সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে দূর-দূরান্তের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করা হয়। প্রায় ৩ ঘণ্টা কক্সবাজার-টেকনাফ প্রধান সড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, ১৫ ডিসেম্বর হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার কৃষক আব্দুর রহিম, ফজল করিম, ছালেহা বেগম, ছেনুয়ারা বেগম তাদের ৪টি গরু প্রতিদিনের মতো সীমান্তে চড়াতে যান। সেখান থেকে যাচাই বাছাই না করে ধরে নিয়ে যায় হোয়াইক্যং বিওপির সদস্যরা।

গরুর মালিকরা স্থানীয় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর কাছে লিখিতভাবে বিষয়টি জানান।

এ বিষয়ে মাওলানা নুর আহমদ বলেন, স্থানীয় বিওপি থেকে শুরু করে ব্যাটালিয়ন পর্যন্ত যোগাযোগ করেও ওই কৃষক-কৃষাণীর গরু ফেরত পাইনি। উল্টো তারা নানাভাবে হয়রানির শিকার হয়ে হতাশ হয়ে পড়েন।

এর প্রতিবাদে সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। প্রায় ৩ ঘণ্টটা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। ফলে উভয় পাশের শত শত বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। এতে টেকনাফ কক্সবাজারগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

পরে স্থানীয় প্রশাসনের আশ্বস্ত করার প্রেক্ষিতে সড়ক অবরোধ মুক্ত করায় যান চলাচল স্বাভাবিক হয়।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমণ তারুণ্য ফাউন্ডেশনের
মালয়েশিয়ায় পাচারের সময় পাহাড় থেকে ১৭ জনকে উদ্ধার
মিয়ানমারে পাচারকালে নিত্যপণ্য বহনকারী ট্রলার জব্দ
টেকনাফ পুলিশের অভিযানে ১৫ জন অপহৃতকে উদ্ধার, আটক ২