• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

সোনাটিলা সীমান্তে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

আরটিভি নিউজ

  ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫
সোনাটিলা সীমান্তে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে অন্তত ১৩ বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

যদিও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিজিবি বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো মিসিং কেসও করা হয়নি।

স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলে, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছি। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না।

এ দিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। তবে অফিসিয়ালি কোনো তথ্য নেই থানা-পুলিশের কাছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
ধরে নিয়ে যাওয়া কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
সীমান্তে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ভারতীয় গণমাধ্যমে পঞ্চগড়ের কিশোরীকে নিয়ে মিথ্যাচার