রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন তোফাজ্জল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ। সোমবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখর মিয়া।
তিনি বলেন, তোফাজ্জল হোসেন কুমিল্লা সদর থানার মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি পরিবার নিয়ে বর্তমানে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার সাবেক ইউপি সদস্য বজলুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তোফাজ্জল হোসেন বিভিন্নজনের কাছ থেকে অনেক টাকা ঋণ নেন।
তিনি আরও বলেন, শনিবার বিকালে এ ঋণের টাকা নিয়ে তোফাজ্জল হোসেনের ছেলে-মেয়েদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় তোফাজ্জল হোসেন ঘরে দরজা আটকিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এমকে
মন্তব্য করুন