সাড়ে ৪ মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ
দিনাজপুরের হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলণে নিহত ছাত্র নাঈমের মরদেহ সাড়ে চার মাস কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর কবরস্থান থেকে তার মরদেহটি উত্তোলন করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, হাকিমপুর ও পাঁচবিবি থানার পুলিশের উপস্থিতিতে মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে স্থানীয় পৌর মেয়র জামিল হোসেন চলন্তের নিজবাড়ি থেকে নাঈম ও সূর্য নামে দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে এঘটনায় নাঈমের বাবা আবদুল মালেক মণ্ডল বাদী হয়ে দিনাজপুর আদালতে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদসহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা করেন। নিহত নাঈম পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মালেক মন্ডলের ছেলে। ওইদিন নাঈম হিলিতে প্রাইভেট পড়তে এসে আন্দোলণে অংশগ্রহণ করেন।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন