• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
ছবি : সংগৃহীত

যশোরে ছুরিকাঘাতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তার বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুইটি খাতুন।

নিহত আল আমিন খুলনার পাইকগাছার বারইডাঙ্গা গ্রামের সোহরাব সর্দারের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার সিটি ওয়ান ব্রিকসে কাজ করা নিয়ে বিরোধ বাধে। পরে সুপার ভাইজার বিষয়টি মীমাংসা করে দেয়। পরে বাদশা আল আমিনকে ছুরিকাঘাত করে। এটা দেখে আল আমিনের বাবা ঠেকাতে গেলে বাদশা তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে আল আমিন মারা যান।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের ডা. সুইটি খাতুন বলেন, ‘আহত আল আমিনের বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে যশোর-২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা
যশোরের মাদরাসার ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেল
শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২