• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

‘১৬ বছর জামায়াত রাজনৈতিক সভা-সমাবেশ করতে পারেনি’

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, গত ১৬ বছর আমরা প্রকাশ্যে কোনো রাজনৈতিক সভা-সমাবেশ করতে পারেনি। দলের হাজার নেতাকর্মীরা বিনা অপরাধে জেলে থাকতে হয়েছে। সরকারি সকল সেক্টরে কালো থাবা দিয়ে তছনছ করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের নেতারা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌর সদরের আল-আমিন ট্রাস্টে বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগামী ২৬ ডিসেম্বর আগমন উপলক্ষে বাদিকদের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা জামায়াত আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে আমীর মাওলানা মো. সাইদুর রহমান।

আবুল কালাম আজাদ বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট পর্যন্ত এদেশে কোনো সরকার ছিল না। এ সুযোগে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক লুটপাট হলেও জামায়াত শিবিরের কোনো নেতাকর্মীরা লুটপাট করেনি। আমরা প্রানপণ চেষ্টা করেছি এলকার সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল নিরাপত্তা দিতে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, মুন্সী মঈনুল ইসলামসহ অনেকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ সমর্থককে বহিষ্কার
সীতাকুণ্ড পৌর জামায়াতের সাবেক আমির আবদুল মান্নান আর নেই