• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বড়দিন

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪০
ছবি: সংগৃহীত।

সারাদেশের মতো পার্বত্য জনপদ রাঙ্গামাটিতে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে বড়দিন উপলক্ষে শহরের আসামবস্তি নির্মলা মারিয়া গির্জার উদ্যোগে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রার্থনায় অংশ নেন পাহাড়ের খ্রিস্ট ধর্মাবলম্বীসহ রাঙ্গামাটির বাইরে থেকে আসা অনেক খ্রিস্টান পর্যটক। সমবেত প্রার্থনায় দেশ, জাতি ও সবার মঙ্গল কামনা করা হয়। প্রার্থনা শেষে কেক কেটে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়।

কুষ্টিয়া থেকে বেড়াতে আসা পর্যটক সুমিত মণ্ডল বলেন, আমরা রাঙ্গামাটিতে বেড়াতে এসেছিলাম। যেহেতু রাঙ্গামাটিতে খ্রিষ্টান কমিউনিটি কম তাই দুশ্চিন্তায় ছিলাম বড়দিনের প্রার্থনা কোথায় করবো। কিন্তু এখানে এসে প্রার্থনায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। সবাই খুব আপন করে নিয়েছে আমাদের।


নির্মলা মারিয়া গির্জার কার্টিকিস্ট স্যামুয়েল আসাম বলেন, আমাদের প্রার্থনায় অনেক পূর্ণার্থীর সমাগম হয়েছে। আমাদের মূল গির্জার নির্মাণ কাজ চলমান থাকায় গির্জার পাশে অনুষ্ঠান আয়োজন করেছি। আগামী বছর থেকে আরও বড় পরিসরে বড়দিন উদযাপন করতে পারবো বলে আশা করি।

সেন্ট ট্রিজার কনভেন্টের অধ্যক্ষ সিস্টার কাকলি রোজারিও বলেন, আজ আমাদের জন্য বিশেষ দিন। যুগে যুগে যে মহামানবের জন্ম হয়েছে তিনি প্রভু যিশু। বড়দিন উপলক্ষ্যে আমরা আধ্যাত্মিক প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন হবে। সবাই আনন্দ ও ভালোবাসায় আজকের দিনটি উদযাপন করবে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই।

রাঙ্গামাটির কেন্দ্রীয় গির্জা সেন্ট যোসেফ চার্চের প্রধান পুরোহিত ফাদার মাইকেল রায় বলেন, আজকের দিনটি আমাদের শিক্ষা দেয় আমরা যাতে চিন্তা চেতনায়, হৃদয়ে, মন-মানসিকতায় বড় হয়ে উঠতে পারি। আজকের দিনে আমরা দেশ জাতি ও সবার মঙ্গলের জন্য প্রার্থনা করি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়দিনের আগের রাতে লামায় আগুনে ১৭ বসতঘর পুড়ে ছাই
চার্চে গিয়ে শান্তির বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
আজ শুভ বড়দিন