• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ২ যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২
ছবি : আরটিভি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে একলাখ টাকা জব্দ করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার জিগাতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তাদের আটক করা হয়।

আটককরা হলেন—বিশ্বম্ভরপুরের শিলডোয়ার গ্রামের মো. কাদির মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৪) ও রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোবারক (২৫)।

সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ভোর সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সীমান্ত পিলার ১২১০/৪-এস এর জিগাতলা নামক স্থান দিয়ে ভারতে অবৈধভাবে যাওয়ার পথে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। সম্ভবত তারা চোরাকারবারিতে যুক্ত।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবি কঠোর নজরদারি রাখছে। আটকদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক
গরু ধরে নিলে গেল বিজিবি, প্রতিবাদে বিক্ষোভ
হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
ভারতীয় দুর্বৃত্তদের ওপর বিজিবির গুলি, পাচার হওয়া কিশোরী উদ্ধার