• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ভারতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় মিলল

আরটিভি নিউজ

  ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪
ছবি: সংগৃহীত।

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে। তাদের মধ্যে ১০ জনের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। বাকি তিনজন গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।

বুধবার (২৫ ডিসেম্বর) ঘটনার দুই দিন পর ভারতের ডাউকি পুলিশের একটি সূত্রে আটক ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। একই সঙ্গে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমানও এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ (২০), গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম (২১), একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), তামাবিল এলাকার মতিন মিয়ার ছেলে নয়ন (১৯), জৈন্তাপুর উপজেলার মোস্তফা মিয়ার ছেলে সজিব (১৯), একই উপজেলার গুচ্ছগ্রামের মোস্তফা মিয়ার ছেলে মোবারক (১৯), ইলাল মিয়ার ছেলে আরিফ (১৯), দুলতিপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম (১৯), শ্রীপুর গ্রামের জামরুল মিয়ার ছেলে রুবেল (২৫), জৈন্তাপুরের বিল্লাল হোসেনের ছেলে রুহুল (২০), গুচ্ছগ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে রনি (১৯) ও একই এলাকার বাসির মিয়ার ছেলে সোহাগ (১৯)।

এর আগে, গত রোববার (২২ ডিসেম্বর) রাতে গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনা টিলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ জন বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ওই সময় এ বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেনি বিজিবি-পুলিশ। দুই দিন পর আজ সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। বিএসএফ জানিয়েছে, ২৩ ডিসেম্বর ভোরে ভারতের ডাউকি এলাকার আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে ১৩ জন বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পরবর্তীকালে তাদের ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাদের কারাগারে পাঠানো হয়েছে কি না সে বিষয়ে বিজিবিকে কোনো তথ্য জানায়নি বিএসএফ।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট মাতাবেন জেমস-আসিফ, জেনে নিন টিকিটের মূল্য
সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে: পররাষ্ট্র উপদেষ্টা
সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩ 
সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু