• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) পৌনে ৪টায় নাসিক ৭ নম্বর ওয়ার্ডস্থ কদমতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার মৃত ভেজাল বর্মণের ছেলে ছায়া পদ (৪৫) ও একই জেলা এবং থানার হরিসের ছেলে নীল দাস (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী পুকুরপাড় এলাকাস্থ ফয়সাল আহমেদ নামক এক ব্যক্তির মালিকানাধীন ৬ তলা ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিল ভিকটিমরা। কাজ করাকালীন সময়ে ৩ তলার ছাঁদ থেকে পড়ে বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তারা। পরে তাৎক্ষণিকভাবে অন্যান্য শ্রমিকরা ভিকটিমদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা টিম পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই তাদের স্থানীয়রা নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয় নাই। থানাও কেউ অভিযোগ দেয় নাই।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু চুরির অভিযোগে মারধর-খাওয়ানো হয় চুন মিশিয়ে এসিড পানি, যুবকের মৃত্যু
মারা গেছেন পল্লীকবি জসীমউদ্দীনের মেজ ছেলে
দেড় ঘণ্টার চেষ্টায় ফতুল্লার কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল হক ভূঁইয়া আর নেই