• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

বিএনপি ক্ষমতা এলে নৃগোষ্ঠীর জন্য আলাদা অধিদপ্তর হবে: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩
ছবি : আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করলে গারো, হাজংসহ সকল নৃগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে। হালুয়াঘাট ও ধোবাউড়ার গারো জনগোষ্ঠীর কৃষ্টি, কালচার, ইতিহাস, ভাষা তুলে ধরতে পৃথক জাদুঘর স্থাপন করা হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে হালুয়াঘাটের কুমুরিয়া, বিড়ই ডাকুনী, চরবাঙ্গালিয়া, বোয়ালমারা এলাকায় বিভিন্ন গির্জা ও মিশনে খ্রিস্টান সম্প্রদায়ের জনগণের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় গির্জা সমূহে বড়দিন উপলক্ষে কেক উপহার দেওয়াসহ কেক কেটে বড় দিন উদযাপন করেন। একই সময় তিনি দুঃস্থ ,অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

তিনি বলেন উৎসব উপলক্ষে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৪৫টি টিমে বিভক্ত হয়ে ১৮২টি গির্জা ও মিশনে ২ দিন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন। তিনি গারোদের প্রতি বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শান্তি, শৃঙ্খলা ও নিরাপদে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনে সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টের সকল চক্রান্ত রুখে দিতে হবে। সবার আগে, সব কিছুর আগে দেশ। আমাদের মধ্যে ধর্মের কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশ বিরোধী প্রোপাগান্ডা, ষড়যন্ত্র, চক্রান্ত ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন গারো জনগোষ্ঠীর নেতা জর্নেস চিরান, আন্দ্রীয় দ্রং, প্রবীর সাংমা, অধীর রংমা, মর্নিংটন রেমা, সতুয়েল রিছিল, সন্তোষ রেমা, ডা. লুচি দারেং, ডা. তাপস রেমা, নিবাস চাম্বুগং, প্রদীপ সাংমা ও বিএনপি নেতা আসলাম মিয়া বাবুলসহ প্রমুখ।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে
দেশের বর্তমান সমস্যার সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: খসরু
বিএনপি স্কটল‍্যান্ড শাখার বিজয় দিবস উদযাপন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত