হিলিতে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহ ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে। এর ফলে শীত জেঁকে বসেছে। শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সরকারি এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে, তবে তা চাহিদার তুলনায় কম। শীতের কারণে দিন দিন হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৯টায় হিলিতে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯১ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার।
হাকিমপুর উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ বলেন, কিছুদিন থেকে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ জন রোগী চিকিৎসা নিতে আসছে। এছাড়াও প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী ভর্তি হচ্ছে। আমরা নিয়মিত চিকিৎসা দিচ্ছি এবং সবাইকে গরম কাপড় পরিধানের পরামর্শ দিচ্ছি।
আরটিভি/এফআই-টি
মন্তব্য করুন