• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

দুই কোটি টাকার স্বর্ণের ১৪টি বারসহ তিন ট্রেনযাত্রী আটক

চু্য়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৫

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণেরবারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা শ্যামপুর গ্রামের মমিন মিয়ার দুই ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫), একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে রেলস্টেশন এলাকায় অবস্থান করি। বিকেল সাড়ে চারটায় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিনজন স্বর্ণ চোরাকারবারীদেরকে ঘোরাফেরা করতে দেখলে তাদেরকে গতিরোধ করলে তারা পালানোর চেষ্টা করলে টহল দল তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এরপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছে লুকায়িত স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি ৬৩০ গ্রাম বা ১৩৯ দশমিক ৭৫ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দিয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানের সিটের নিচে মিলল ২০ স্বর্ণের বার
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
পাহাড়তলীতে মিলল ২ বিদেশি অস্ত্রসহ ১৬ রাউন্ড গুলি 
মামলার তদন্ত করতে গিয়ে প্রেম, অতঃপর...