ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লামায় বসতঘরে আগুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ০৫:৩৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বান্দরবানের লামায় আগুনে পুড়ে ছাই হয়েছে পাহাড়ি পল্লীর ১৭ বসতঘর। ভুক্তভোগীদের দাবি, আগুন লাগানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে এ ঘটনায় গঙ্গাং মনি ত্রিপুরা নামে এক ব্যক্তি লামা থানায় সাতজনের নামে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে পাড়াবাসী পাশের টংগঝিরি পাড়ায় বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনা করতে গেলে দুর্বৃত্তের দেওয়া আগুনে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।  

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাঙালি ও তিনজন ত্রিপুরা গোষ্ঠীর।  

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. এনামুল হক জানান, লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার গঙ্গাং মনি ত্রিপুরা (৭২) নামে একজন মামলা করার পর রাতে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে।  

তারা হলেন পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০), মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮), টংগঝিরি পাড়ার বাসিন্দা জোয়াতিং ত্রিপুরা (৫২) এবং টংগঝিরি পাড়ার মো. ইব্রাহিম (৬৫)।

বিজ্ঞাপন

বান্দরবান পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী গণমাধ্যমকে জানান, চার আসামিকে ধরা হয়েছে। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চলছে। তবে ত্রিপুরা সম্প্রদায়ের কয়েকটি পরিবার এ এলাকায় নতুনভাবে বসতি গড়েছেন। এতে স্থানীয় ত্রিপুরাদের দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এর জেরেই অগ্নিকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |