• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ষড়যন্ত্র করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:০৬
ছবি: সংগৃহীত।

সচিবালয়ে আগুনের ঘটনাটি ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরের পর পঞ্চগড় সরকারি অডিটরিয়মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন দেখে যা মনে হচ্ছে, এটা কখনোই কোনো দুর্ঘটনাবশত আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, ষড়যন্ত্র করে, প্ল্যান (পরিকল্পনা) করে এই আগুনটি লাগানো হয়েছে।

তিনি বলেন, ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে প্রতিনিধিত্ব করছে, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ; তাদের অফিসগুলো জ্বলেপুড়ে শেষ হয়ে গেছে। সেখানে খুনি শেখ হাসিনার দালালদের বিভিন্ন সময়ের অন্যায়, অপকর্ম, দুর্নীতির ফাইলগুলো ছিল। এই ফাইলগুলো তারা যখন বিভিন্নভাবে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয়ে এ রকম একটি পরিকল্পনা করে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।’

সরকারের উদ্দেশে সারজিস আলম বলেন, আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, আমরা এখন পর্যন্ত সেটা হতে পারিনি। আমরা আসলে বেশি ভালো সাজতে গিয়েছি, সুশীল হতে গিয়েছি, সুযোগ দিতে গিয়েছি। কিন্তু যাদের রক্তে দালালি, যাদের রক্তে দাসত্ব, যারা এত বছরের অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই।

তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি, অন্তর্বর্তী সরকারে আমাদের যারা প্রতিনিধি রয়েছে, আমরা যারা রাজপথে রয়েছি আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে সারজিস আলম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। এ রকম ঘটনা আর যেন না হয়, সেটার জন্য অন্তর্বর্তী সরকার এবং রাজপথে যারা রয়েছে, তাদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনার দালালেরা অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে: সারজিস
যেখানেই সিন্ডিকেট-চাঁদাবাজি দেখব উপড়ে ফেলব: সারজিস
ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন: আসিফ মাহমুদ
পঞ্চগড়ে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার