• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কুমিল্লায় ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবকের প্রাণহানি

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:৪৫
কুমিল্লায় ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবকের প্রাণহানি
ছবি : আরটিভি

কুমিল্লায় ব্রাহ্মণপাড়ায় ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্বে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট খেলার ব্যাট নিয়ে ব্রাহ্মণপাড়া সদরে ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সাথে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয় একপর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চড়-থাপ্পড় মারেন। এ নিয়ে সানাউল্লাহর বড় ভাই সফিউল্লাহ কয়েকজনকে নিয়ে বিষয়টি জানতে গেলে হৃদয়ের নেতৃত্বে ৭-৮ জন শফিউল্লাহকে ধারালো ছুরি দিয়ে পেটের বিভিন্ন জায়গায় আঘাত করলে ঘটনাস্থলে শফিউল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সফিউল্লাহর বাবা এরশাদ মিয়া বলেন, আমার নিরীহ ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ও তার সহযোগীরা হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সফিউল্লাহ মারা গেছে। আমি ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া অভিযুক্তদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়