• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ফেনীতে আ. লীগ নেতা ও যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯
ছবি: সংগৃহীত।

ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ও বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার বালিগাঁও থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। এদিন সকালে শহরতলীর লালপুল থেকে সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদা আক্তার সাজুকে ও বুধবার রাতে সোনাগাজী উপজেলার চরগণেশ গ্রাম থেকে তিতুমীর কলেজ ছাত্রলীগের সহসভাপতি শেখ মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে সাজেদা ও ইব্রাহীমকে আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া আবুল কালাম আজাদ আন্দোলনে হতাহতের মামলায় এজাহারনামীয় আসামি। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোনের বিয়েতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
লামায় বসতঘরে আগুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
এবার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ