• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

সাঁথিয়ায় ট্রাকচাপায় নিহত ৩

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪
ছবি : আরটিভি

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় করিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাঙ্গামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আ. লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোরে কৃষিশ্রমিকেরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যেতে সাঁথিয়া—মাধপুর সড়কে অপেক্ষা করছিলেন। এ সময় সাঁথিয়াগামী একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ৪, জানাজা অনুষ্ঠিত 
নসিমন খাদে পড়ে প্রাণ গেল চালকের 
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১