শিবচরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
মাদারীপুরের শিবচরে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশনের টেবিলে মৃত্যু হয় বলে জানান নবজাতকের স্বজনরা। এই ঘটনায় অভিযুক্তদের বিচার ও হাসপাতাল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন তারা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পৌর শহরের থানা রোডে অবস্থিত গণউন্নয়ন সমবায় হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত ৯টার দিকে হাসপাতাল ছেড়ে পালিয়েছে অভিযুক্ত চিকিৎসক, নার্স ও মালিকপক্ষ। পরে হাসপাতালটি বন্ধের দাবিতে বিক্ষোভ করে স্বজনরা। ঘটনার পর উত্তেজিত জনতা হাসপাতালের মালিকপক্ষ, চিকিৎসক ও নার্সদের অবরুদ্ধ করে। পরে রাত ৯টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবজাতকের স্বজনরা জানায়, শিবচর উপজেলার কুতুবপুরের বাহাদুর মাদবরের স্ত্রী শিউলি আক্তারকে বৃহস্পতিবার দুপুরে ভর্তি করা হয় শিবচরের গণ উন্নয়ন সমবায় হাসপাতালে। পরীক্ষা শেষে গাইনী চিকিৎসক আঞ্জুমান আরা শিউলির আক্তারকে সিজার করান। পরে নবজাতকের উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় একটি হাসপাতালে পাঠায়। সেখান নিলে চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির ভারপ্রাপ্ত ম্যানেজার ফয়সাল আহম্মেদের জানান, চিকিৎসায় কোনো ত্রুটি করেননি তারা। নবজাতকের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় প্রেরণ পাঠানো হয়।
এ বিষয়ে জানতে গণউন্নয়ন সমবায় হাসপাতালের পরিচালক ও অভিযুক্ত চিকিৎসকের মোবাইলে কল দিলেও রিসিভ করেননি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, এ ঘটনা বাহাদুর মাদবর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
আরটিভি/এএএ
মন্তব্য করুন