• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

বছরের শেষ ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮
বছরের শেষ ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়
ছবি : আরটিভি

বছরের শেষ ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত ও হোটেল-মোটেল জোনে ভিড় করছেন পর্যটকরা। সমুদ্র সৈকতের তিনটি পয়েন্ট কলাতলী, সুগন্ধা এবং লাবনী পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। আবাসিক হোটেলগুলোতে ৯০ থেকে ১০০ ভাগ কক্ষ বুকিং রয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এমন চিত্রই দেখা গেছে কক্সবাজারে।

এ বিষয়ে কলাতলী আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, এই মুহূর্তে কক্সবাজারে দেড় লাখেরও বেশি পর্যটক অবস্থান করছেন। পর্যটকদের সার্বিক সেবা ও নিরাপত্তায় ব্যস্ত সময় পার করছেন তারা।

এ দিকে সমুদ্র সৈকত এবং হোটেল-মোটেল জোনে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ট‍্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম‍্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি মোবাইল টিম। তাছাড়া সমুদ্র স্নানে নিরাপত্তা দিচ্ছে লাইফ গার্ড ও বিচ কর্মীরা।

জেলা শহর ছাড়াও হিমছড়ি, ইনানী, পাটোয়ারটেক, মহেশখালী ও রামুর পর্যটন স্পটগুলোতেও পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা গেছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
মাহফিলে অংশ নিতে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী
নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ
নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ