গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দরকার: জোনায়েদ সাকি

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১২:৩৬ পিএম


গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দরকার: জোনায়েদ সাকি
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়ার দায় যারা যারা এই সময়ে ক্ষমতায় ছিলেন তাদের কম-বেশি সকলেরই আছে। একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দরকার।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কেমন বাংলাদেশ চাই শীর্ষক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

জোনায়েদ সাকি আরও বলেন, যারা বাংলাদেশে ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াই করেছে, তারা যেন লড়াইয়ের মাধ্যমে সত্যিকারে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে। নিজেদের সে অনুযায়ী প্রস্তুত করতে পারে।

অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে জোনায়েদ সাকি বলেন, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণের বাইরে। সচিবালয়ে আগুন, সেটা ষড়যন্ত্র হলেও তা কেন হয়েছে বের করতে হবে। জনগণের যৌক্তিক দাবিগুলো বুঝে তা মেনে নিতে হবে।

সংলাপে গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক ইমরাদ জুলকারনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সদস্য আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমি, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া ও কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু।

গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলা শাখার সদস্যসচিব মো. হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অন্য নেতৃবৃন্দ। গণসংলাপে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনসহ ছাত্র, শ্রমিক, জনতা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.