দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের
ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথার যাত্রাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আবু হানিফ মৃধা (৪৫) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার মাছুয়াখালী এলাকার আমজাদ আলী মৃধার ছেলে এবং পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সদস্য ছিলেন।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে পটুয়াখালী থেকে বরিশালগামী মোটরসাইকেলটির ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক হানিফ ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন