ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা
শরীয়তপুরের নড়িয়ায় মো. আজগর বেপারি (৫০) নামে এক ব্যবসায়ী আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে সকালে উপজেলার ঘরিসার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজগর বেপারি ওই গ্রামের মৃত্যু কালাচাঁন বেপারির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজগর বেপারি স্থানীয় ঘরিসার বাজারের লেপ তোষকের ব্যবসাও করতো। ব্যবসার জন্য বিভিন্ন সংস্থা থেকে টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের টাকার জন্য মানসিক বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নড়িয়া থানার উপপরিদর্শক (এস আই) খাইরুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আজগরের পরিবারের দাবি, ঋণগ্রস্ত হয়ে মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন