• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫৭
ফারুক আহম্মেদ
ছবি: আরটিভি

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফারুক আহম্মেদকে পাঁচ দিনের সাজা দিয়েছেন আদালত।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাতে তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহম্মদ সাজেদুর রহমান জানান, একটি জিআর মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য হাসপাতালের আরএমও ডা. ফারুক আহম্মেদকে সার্টিফিকেট সংক্রান্ত রেজিস্ট্রারসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে সমন জারি করেন আদালত। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় পরবর্তীতে আদালত তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আটকাদেশ দেওয়া হয়।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৭ প্রাণহানি
ফায়ার ফাইটারের মৃত্যু: ট্রাকচালক-হেলপার কারাগারে
রিমান্ড শেষে কারাগারে কামরুল ও সোলাইমান
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক